মিশর ও নিউ জার্সির ব্যাবসায়ীর কাছ থেকে স্বর্ণের বার ঘুষ নেওয়ার মামলায় ১১ বছর কারাদণ্ড হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর বব মেনেনডেজের।
গত জুলাই মাসে মেনেনডেজ দোষী সাব্যস্ত হওয়ার পর ম্যানহাটনের ফেডারেল আদালতে এক শুনানিতে মার্কিন জেলা জজ সিডনি স্টেইন বুধবার এই সাজা দেন।
এদিকে বিচারক মেনেনডেজকে ৬ জুন থেকে তার কারাদণ্ডের মেয়াদ শুরু করার নির্দেশ দেন। ফলে তিনি মার্চ মাসে শুরু হতে যাওয়া তার স্ত্রী নাদিন মেনেনডেজের দুর্নীতির মামলায় অংশ নিতে পারবেন।