রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই কেনেডিই কোভিডের সময় টিকাবিরোধী হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
এ নিয়ে বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজাই স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন।
প্রতিবেদনে আরও বলা হয় কেনেডি জুনিয়রের মনোনয়ন সিনেটে অনুমোদন পেলে খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা গবেষণা এবং কল্যাণ কর্মসূচির মতো দায়িত্ব পাবেন। বর্তমানে ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে আছে সিনেট।
ট্রাম্প এ নিয়ে এক বিবৃতিতে বলেন, কেনেডি জুনিয়রের নাম মনোনীত করতে পেরে তিনি খুবই পুলকিত।