যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। প্রচার-প্রচারণায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবার মিশিগান রাজ্যে নির্বাচনী সমাবেশে ভোটারদের কাছে কমলার পক্ষে আগেবঘন বক্তব্যে ভোট চেয়েছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। আর মুসলিম ভোটারদের কাছে ভোট চেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
মিশিগানে আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটারদের কাছে হ্যারিস ও ট্রাম্প ভোট চেয়েছেন। তবে এই মুহূর্তে এসব ভোটাররা গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন।
মিশিগানের দক্ষিণের নগর কালামাজুর সমাবেশে কমলা হ্যারিস গর্ভপাতের অধিকার, কর, স্বাস্থ্যসেবাসহ আরও কিছু বিষয়ে নিজের সঙ্গে ট্রাম্পের মতের পার্থক্য তুলে ধরেন। যেখানে হ্যারিসের আগে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা।
তিনি দুই প্রার্থীর বৈশিষ্ট্য এবং যোগ্যতার মধ্যে পার্থক্য তুলে ধরে উপস্থিত দর্শকশ্রোতাদের উদ্দীপ্ত করে তোলেন। তিনি বলেন, বিষয়টি কতটা জটিল, তা ট্রাম্প বোঝেননি। ফলে বারাক ওবামার আমলের ‘অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ প্রত্যাহারে ট্রাম্প যে অঙ্গীকার করেছেন, তা গোটা নারী সমাজের স্বাস্থ্যে প্রভাব ফেলবে বলে উল্লেখ করেন মিশেল।
এদিকে ডেট্রয়েটের বাইরে এক জনসমাবেশে ট্রাম্প বলেছেন, তিনি মাত্রই স্থানীয় একদল ইমামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ট্রাম্প যুক্তি দেখিয়ে বলেছেন, মুসলিম ভোটারদের সমর্থন তিনি পাওয়ার যোগ্য। কারণ, তিনি লড়াইয়ের অবসান ঘটাবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন।
আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণের দিন হলেও মিশিগানসহ বেশ কয়েকটি রাজ্যে আগাম ভোট হয়ে গেছে।