হারিকেন হেলেনের কারণে কমলা-ট্রাম্পের নির্বাচনী প্রচার ব্যাহত

Media

ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনের সময়। নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত। তবে সম্প্রতি দেশটির বিভিন্ন রাজ্যে হারিকেন হেলেনে তাণ্ডবের কারণে তাদের নির্বাচনী প্রচারণার কাজ ব্যাহত হয়েছে।

গত রবিবার হেলেনের কারণে নির্বাচনী সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে গেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা। আর সোমবার ট্রাম্প নিজের কোনো নির্বাচনী প্রচারে অংশ নেননি। সাবেক এই প্রেসিডেন্ট শুধু জর্জিয়া অঙ্গরাজ্যের ঘূর্ণিঝড়কবলিত একটি শহর পরিদর্শন করেছেন।

হেলেনের আঘাতে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, ফ্লোরিডা, টেনেসি ও ভার্জিনিয়ায় ১০০ জনের বেশি মারা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে নির্বাচনী সফরে ছিলেন। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে জরুরি ব্যবস্থাপনা সংস্থা এফইএমএর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করার জন্য সফর সংক্ষিপ্ত করে তিনি ওয়াশিংটনে ফিরে যান।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প গত সোমবার দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ার ভালডোস্টা শহর সফর করেছেন। দুর্যোগকবলিতদের সহযোগিতায় এগিয়ে আসা ব্যক্তি এবং স্থানীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।