বাফলোতে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

Media

যুক্তরাষ্ট্রের বাফলোতে বাংলাদেশি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার জেনেসি ও হারলেম কর্ণারে স্পিডওয়ে গ্যাস স্টেশন থেকে রানা নামের যুবককে সকাল ৮ টায় ইমেগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। তার গ্রামের বাড়ী বাংলাদেশের নোয়াখালীতে।

জানা যায়, রানার অ্যাসাইলাম মামলা চলছে। তবে ওয়ার্কপারমিট নেই। অ্যাসাইলাম রিজেক্ট হওয়ার পর নতুন করে আপিল করা হয়েছে। এ বিষয়ে তার এক আত্মীয়ের বরাতে জানা যায়, রানার বিষয়ে অ্যাটর্নি কাজ করছে। ধারণা করা হচ্ছে রানাকে ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গ্যাস স্টেশন লোকেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা ইস্ট ডেলিভান সংলগ্ন। বর্তমানে সে ইনডিফেন্ট কট্রাক্টর হিসেবে কাজ করছে।

বাফলোতে ইতিমধ্যে বেশ কয়েকজন নথিপত্র ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই প্রথম কোন বাংলাদেশি গ্রেপ্তার হলেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বাফলোর সাবেক এক পুলিশ কর্মকর্তা বাফলো প্রতিদিনকে জানান, গ্রেপ্তারের ব্যাপারে বাফলো পুলিশ কিছু জানে না।  এটা সম্পূর্ণ ইমেগ্রেশন পুলিশের এখতিয়ার। তবে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যাদের নথিপত্র নেই ও মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে আন ডকুমেন্টটেড গ্রেপ্তার অভিযানের মধ্যে এ পর্যন্ত ৫ জন বাংলাদেশি গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। নিউইয়র্ক সিটিতে ২ জন ফিলাডেলফিয়াতে ১ জন ও বাফলোতে একজন এবং আটলান্টাতে একজন।