ফ্লোরিডা এবং জর্জিয়ায় শক্তিশালী হারিকেন হেলেনের আঘাতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানির স্রোতে ভেসে গেছে ঘরবাড়ি। ৪ ক্যাটাগরির হারিকেনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম শক্তিশালী। শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য দুটির প্রায় ২০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে হারিকেন হেলেন ফ্লোরিডা উপকূলে আঘাত হানে । সেখানকার টাম্পা, ন্যাপলস ও সেন্ট পিটার্সবার্গে ব্যাপক তাণ্ডব চালায়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) জানিয়েছে, তাদের রেকর্ড রাখা শুরুর পর থেকে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে যৌথভাবে ১৪তম এবং আর ফ্লোরিডায় আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ৭ম। ফ্লোরিডার উপকূলে হারিকেন হেলেনে ঘণ্টায় ২২৫কিলোমিটার বাতাসের গতিতে আঘাত হানে। পরে ঝড়টি জর্জিয়ার হয়ে উত্তরে অগ্রসর হয়। এ সময় হারিকেনটি শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে।