ট্রাম্পের ফেডারেল সহায়তা বন্ধে পরিকল্পনা সাময়িক স্থগিত করলেন আদালত

Media

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির সব ফেডারেল সহায়তা কর্মসূচির তহবিল স্থগিতে পরিকল্পনা নেন। তবে মঙ্গলবার প্রশাসনের পরিকল্পনার কিছু অংশ সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক। ট্রাম্পের এই পরিকল্পনা গতকালই কার্যকর হওয়ার কথা ছিল। তবে এর ঠিক আগমুহূর্তে আদালত এ স্থগিতাদেশ দেন।

আগামী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত ডিস্ট্রিক্ট জজ লরেন আলিখান পরিকল্পনার অংশ বিশেষ স্থগিত করেছেন। বিচারক ওই দিন এ বিষয়ে আরেকবার শুনানির জন্য সময় ধার্য করেছেন।

ট্রাম্প প্রশাসনের ‘ওপেন অ্যাওয়ার্ডস’ নামের একটি কর্মসূচিতে ফেডারেল সরকারের ইতিমধ্যে অনুমোদন দেওয়া তহবিল স্থগিত করার পরিকল্পনা ছিল। কিন্তু প্রশাসনের এ সিদ্ধান্ত একটি অলাভজনক প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করে। এটি আমলে নিয়ে পরিকল্পনাটির বাস্তবায়ন আংশিক আটকে দেন আদালত।