যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে। প্রচার-প্রচারণায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজই মূলত প্রচারের শেষদিন। ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট।
তবে এবার প্রচারের অংশ হিসেবে আরব আমেরিকানদের ভোট পেতে শেষ মুহূর্ত এসে সুর পাল্টালেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা। যেখানে এর আগে ইসরাইলকে সমর্থন করার জন্য বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। কিন্তু এবার সুর পাল্টে দিলেন গাজায় যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি।
এ নিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের প্রতি সমর্থনের জন্য কমলার ওপর ক্ষোভ ছিল মিশিগানে আরব আমেরিকান ভোটারদের। তবে এই ডেমোক্র্যাট প্রার্থী এবার বলেছেন, ‘গাজায় মৃত্যু ও ধ্বংসের মাত্রা এবং লেবাননে বেসামরিক হতাহত ও বাস্তুচ্যুতির কারণে এই বছরটি কঠিন ছিল।’
রবিবার স্থানীয় সময় মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমর্থকদের উদ্দেশে কমলা বলেন, ‘এটা (গাজা যুদ্ধ) ধ্বংসাত্মক এবং প্রেসিডেন্ট হিসেবে (নির্বাচিত হলে) গাজা যুদ্ধ বন্ধে আমি আমার ক্ষমতার মধ্যে সব কিছু করব।’