নিউ ইয়র্ক স্টেটের বাফলো সিটিতে ২ বাংলাদেশী খুনের ঘটনায় ১জনকে আটক করেছে পুলিশ। সোমবার বাফলো পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ হতে এই তথ্য জানানো হয়।
গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেনার স্টিটের একটি বাড়িতে বাবুল মিয়া ও ইউসুফ আহমেদ নামে দুই বাংলাদেশীকে গুলি করে দুর্বৃত্তরা। আহতদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
এরপর খুনিকে ধরতে বাফলো পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ হতে পুরস্কার ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে বাবুল মিয়ার বাড়ি কুমিল্লায়।তিনি ভার্জিনিয়া থেকে বাফলো সিটিতে আসেন ৮ মাসে আগে। আর ইউসুফ আহমেদের বাড়ি সিলেটে। তিনি বাংলাদেশ থেকে বাফলো সিটিতে আসেন।
এদিকে এই ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।