ট্রাম্প প্রশাসনে যারা দায়িত্ব পেতে যাচ্ছেন

Media

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার অধীনে গঠিত হতে যাওয়া প্রশাসনে দায়িত্ব পালনের জন্য বেশ কয়েকজন নতুন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

এ নিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য বলছে, ফ্লোরিডার কট্টরপন্থী সিনেটর এবং চীনের সমালোচক মাইকেল ওয়াল্টজকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সোমবার রয়টার্স জানিয়েছে, মার্কিন সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। যেখানে রুবিও হবেন যুক্তরাষ্ট্রের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, যিনি লাতিনো বংশোদ্ভূত।

রিপাবলিকান নেতা ট্রাম্প অভিবাসন কর্মকর্তা টম হোমানকে দেশের ‘সীমান্ত জার’ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। তিনি কট্টর অভিবাসীবিরোধী কর্মকর্তা হিসেবে পরিচিত। আর পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিও) প্রধান হিসেবে ট্রাম্প তার রাজনীতির শুরুর দিককার মিত্র লি জেলডিনের নাম প্রস্তাব করেছেন।

এছাড়া ট্রাম্প আরও বলেন, অবৈধ বহিরাগতদের সবাইকে তাঁদের নিজ দেশে বিতাড়িত করার দায়িত্ব পালন করবেন হোমান। আর নিউইয়র্কের কংগ্রেস সদস্য এলিসে স্টেফানিককে জাতিসংঘের দূত হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আগামী জানুয়ারি মাসে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। নির্বাচিত হওয়ার পর ট্রাম্প শুরুতে তাঁর মন্ত্রিপরিষদের জন্য কেবল একজনেরই নাম ঘোষণা করেছিলেন। তিনি তার প্রচারবিষয়ক ব্যবস্থাপক সুজি ওয়াইলসকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন।

দেশটির অভিবাসন ও শুল্কবিষয়ক সংস্থার (আইসিই) সাবেক ভারপ্রাপ্ত পরিচালক হোম্যান অভিবাসন বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

এদিকে ট্রাম্প বলেছেন পরিবেশের সুরক্ষাবিষয়ক সংস্থার (ইপিএ) প্রধান হিসেবে জেলডিনের কাজ হবে ‘ন্যায্য এবং দ্রুত নিয়ন্ত্রণহীন সিদ্ধান্ত’ গঠন করা।