স্ত্রী ব্যক্তিগত ছবি পোস্ট করে সংবাদের শিরোনাম হলেন মার্কিন র্যাপার কানইয়ে ওয়েস্ট। কিছুদিন আগে ছিল কানইয়ের স্ত্রী বিয়াঙ্কা সেনসরির জন্মদিন। এদিন বাথটাবে বসা স্ত্রীর নগ্ন ছবি পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন কানইয়ে।
ওয়েস্ট ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা প্রিয়’। তবে তার এ কাণ্ড দেখে নিন্দার ঝড় সমাজিক যোগাযোগমাধ্যমে।
স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে কিছুদিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন এই র্যাপার। অনেক মার্কিন গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, কানইয়ের আচরণে নাকি ত্যক্তবিরক্ত বিয়াঙ্কা। এ জন্য তিনি বিচ্ছেদের আবেদন করার কথাও ভাবছেন। তবে স্বামীর সাম্প্রতিক ঘটনা নিয়ে বিয়াঙ্কার বক্তব্য পাওয়া যায়নি।