দেশে এসে থলের বিড়াল বের করে দেব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল পরিষদ জয় পায়। কিন্তু নির্বাচনের রেজাল্ট বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী।
নিপুনের এমনকাণ্ডের প্রতিবাদে গেল ২২ মে এফডিসিতে মিছিল করেন শিল্পী সমিতির কিছু সদস্য। এসময় তারা প্রশ্ন তুলেন,নিপুণের এত টাকা কোথায় থেকে আসে?
জবাবে গণমাধ্যমকে নিপুণ আক্তার জানান, ঢাকার তাঁতিবাজারের মুকুট জুয়েলার্সে ১৩ লাখ টাকার গয়না বিক্রি করেন। তিনি আরও বলেন, গয়নাগুলো তার খুব শখের ছিল।