মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠালেন তমা মির্জা

news-banner

মানহানিকর মন্তব্য দেয়ার অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ পাঠালেন আরেক অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)।

বৃহস্পতিবার ডাক যোগে তমা মির্জার পক্ষে আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম নোটিশটি পাঠান। নোটিশে সাতদিনের সময় দেয়া হয়েছে। এরমধ্যে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধের উল্লেখ করা হয়েছে।

এছাড়া পরবর্তীতে এরকমের মন্তব্য না করতে বলা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করা হয়।