টম্ব রাইডার চরিত্রে সোফি টার্নার

Media

গেম অফ থ্রোনস খ্যাত অভিনেত্রী সোফি টার্নারকে এবার দেখা যাবে অ্যামাজনের আসন্ন টিভি সিরিজ ‘টম্ব রাইডার’এ। তিনি এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।

মূলত সোফি টার্নার আসন্ন ‘টম্ব রাইডার’ ভিডিও গেম সিরিজের ভিত্তিতে তৈরি চরিত্রটি পর্দায় তুলে ধরবেন। রোমাঞ্চকর এ চরিত্রে এর আগে অ্যাঞ্জেলিনা জোলি ও অ্যালিসিয়া বিকান্ডারকেও অভিনয় করতে দেখা গিয়েছিল।

এবার একই চরিত্রে অভিনয় করছেন সোফি; তবে সিনেমা আকারে নয়, আসছে সিরিজ আকারে।