চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় জোলি

Media

‘স্টিচেস’ নামের নতুন একটি সিনেমা নিয়ে আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ফরাসি নির্মাতা অ্যালিস উইনোকোর সিনেমাটি পরিচালনা করেছেন।

এ সিনেমায় একজন চলচ্চিত্র নির্মাতার ভূমিকায় অভিনয় করবেন জোলি। সিনেমার গল্পের মূল প্লটটি প্যারিসের ফ্যাশন জগৎ নিয়ে, যেখানে ফ্যাশন উইকের সময় তিন নারীর জীবন একত্রিত হয়।

ফরাসি ও ইংরেজি ভাষায় নির্মিত সিনেমাটির প্রি- প্রোডাকশনের কাজ প্রায় শেষ। খুব শিগগিরই শুটিং শুরু হবে। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রিম্যান্টল, অ্যাপার্টমেন্ট ও নেটফ্লিক্স এবং তা ডিস্ট্রিবিউশন করবে পাওয়ার হাউজ প্যাথি ফিল্মস।