বাংলাদেশে গাইবেন পাকিস্তানের আইমা বেগ

Media

বাংলাদেশে প্রথমবারের মতো গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। আগামী ১২ এপ্রিল রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন তিনি।

শনিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে আয়োজক প্রতিষ্ঠান আইমার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে।

আইমা এর আগে ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি।

এ গায়িকা  ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান। এ ছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা।

এদিকে কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন আইমা। এ ছাড়া ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আইমা।


মারা গেছেন ‘হ্যারি পটার’ অভিনেতা ফিশার

‘হ্যারি পটার’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ব্রিটিশ অভিনেতা সাইমন ফিশার বেকার মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট অভিনেতার মুখপাত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে।

শোকবার্তায় সাইমন ফিশারের মুখপাত্র লিখেছেন, ‘সাইমন ফিশার রোববার (৯ মার্চ) মৃত্যুবরণ করেন। আমি শুধু তার কর্মী ছিলাম না, ১৫ বছরের বন্ধুত্ব ছিল আমাদের। খুব কাছের একজনকে হারালাম।’

এর আগে ২০০১ সালের ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমায় হাফলপাফ হাউসের ভূত ফ্যাট ফ্রিয়ারের ভূমিকায় দেখা গিয়েছিল সাইমন ফিশারকে। এ ছাড়া জনপ্রিয় সিরিজে ‘ডক্টর হু’তে অভিনয় করেন তিনি।

সাইমন ফিশার বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। বিবিসির ‘পাপি লাভ’ সিরিজে টনি ফাজাকার্লির চরিত্রে অভিনয়ের জন্যও বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি।

টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের বাইরে অডিও ইন্ডাস্ট্রিতেও জনপ্রিয় ছিলেন সাইমন ফিশার। তিনি ‘ডক্টর হু: দ্য কার্স অব স্লিপি হলো’তে ফাদার হার্ডউডের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন।


স্ত্রীর নগ্ন ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা মার্কিন গায়কের

স্ত্রী ব্যক্তিগত ছবি পোস্ট করে সংবাদের শিরোনাম হলেন মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট। কিছুদিন আগে ছিল কানইয়ের স্ত্রী বিয়াঙ্কা সেনসরির জন্মদিন। এদিন বাথটাবে বসা স্ত্রীর নগ্ন ছবি পোস্ট করে বিতর্কের জন্ম দিয়েছেন কানইয়ে।

ওয়েস্ট ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা প্রিয়’। তবে তার এ কাণ্ড দেখে নিন্দার ঝড় সমাজিক যোগাযোগমাধ্যমে।

স্ত্রীর সঙ্গে সম্পর্কের কারণে কিছুদিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন এই র‍্যাপার। অনেক মার্কিন গণমাধ্যম খবর প্রকাশ করেছিল, কানইয়ের আচরণে নাকি ত্যক্তবিরক্ত বিয়াঙ্কা। এ জন্য তিনি বিচ্ছেদের আবেদন করার কথাও ভাবছেন। তবে স্বামীর সাম্প্রতিক ঘটনা নিয়ে বিয়াঙ্কার বক্তব্য পাওয়া যায়নি।

নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না সিডনি সুইনি

তরুণ প্রজন্মের কাছে সিডনি সুইনির পরিচিতি এইচবিওর দুই আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ও ‘দ্য হোয়াইট লোটাস’ দিয়ে। যেখানে ‘ইউফোরিয়া’য় সুইনির নগ্ন দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে।

সম্প্রতি ডেডলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, যত আলোচনা-সমালোচনাই হোক, নগ্ন দৃশ্যে অভিনয় বন্ধ করবেন না তিনি।

নগ্ন দৃশ্য নিয়ে সমালোচনা প্রসঙ্গে সিডনি বলেন, ‘এটা তো অদ্ভুত একটা কথা। আমি একজন অভিনয়শিল্পী, যাকে নানা ধরনের চরিত্রে অভিনয় করতে হয়।’