নম্বর সেভ না করেও হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়া যাবে

Media

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি এই অ্যাপে অডিও-ভিডিও কলও করা যায়। তবে অনেক সময়েই এমন নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করার দরকার হয় যে নম্বর মোবাইলে সেভ করা নেই। কিন্তু এর জন্য সহজ ও সরল উপায় রয়েছে।

হোয়াটসঅ্যাপে আসলে কাউকে মেসেজ পাঠাতে হলে প্রথমে তাদের নম্বর সেভ করতে হয়। এরপরেই তাদের মেসেজ পাঠানো যাবে। সেভ না করে কাউকে মেসেজ পাঠানো যায় না। এমন ফিচার এখনও আনেনি হোয়াটসঅ্যাপ। তবে কিছু ট্রিক রয়েছে, যার মাধ্যমে আনসেভড নম্বরে মেসেজ করা সম্ভব। কিংবা যে নম্বর সেভ করতে চাইছেন না, তেমন নম্বরেও মেসেজ পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলো।

সেলফ চ্যাট উইন্ডো ব্যবহার করে

১. হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে।

২. ডান দিকের কোণে সার্চ আইকনে ট্যাপ করতে হবে।

৩. মেসেজ টু ইওরসেলফ চ্যাট অপশন খুঁজে বার করতে হবে।

৪. এবার নিজের সেলফ চ্যাট উইন্ডোয় আনসেভড ফোন নম্বর লিখতে অথবা পেস্ট করতে হবে এবং সেন্ড করে দিতে হবে।

৫. এরপর নম্বরটা নীল হয়ে দেখাবে।

৬. এবার নম্বরটিকে ট্যাপ করে চ্যাট উইথ বিকল্প বেছে নিতে হবে।

৭. এবার নম্বরের সঙ্গে থাকা চ্যাট উইন্ডো খুলবে। এবার ওই ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে।

গ্রুপ চ্যাটের মাধ্যমে

১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলতে হবে। অবশ্য এক্ষেত্রে যাকে মেসেজ পাঠাতে চাইছেন, তাকে ওই গ্রুপের সদস্য হতে হবে।

২. স্ক্রল করে এবংর নম্বরটি খুলতে হবে।

৩. পপ-আপ উইন্ডোয় মেসেজ অপশন ট্যাপ করতে হবে।

ট্রুকলার ব্যবহার করে

১. ট্রুকলার অ্যাপ খুলতে হবে।

২. এবার তাতে টাইপ করে সংশ্লিষ্ট ব্যক্তির নম্বর সার্চ করতে হবে।

৩. ট্রুকলার ওই ব্যক্তির প্রোফাইল খুলে দেবে।

৪. প্রোফাইলের তলায় স্ক্রোল ডাউন করে হোয়াটসঅ্যাপ বাটনে ট্যাপ করতে হবে।

আইফোন ব্যবহার করে

১. আইফোনে অ্যাপল শর্টকাটস অ্যাপ খুলতে হবে।

২. অ্যাড শটকার্ট বাটনে ট্যাপ করতে হবে।

৩. নন-কনট্রাক্ট শর্টকাটে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।

৪. এরপর তা চালিয়ে যেতে ট্যাপ করতে হবে।

৫. ‍চুজ রিসিপেন্ট বলে একটি পপ-আপ ভেসে উঠবে।

৬. এবার চুজ রিসিপেন্ট-এ কান্ট্রি কোড-সহ নম্বর লিখলেই হবে।