২০২৫ সালে যেসব গ্যাজেট অপেক্ষা করছে

Media

২০২৪ সাল পুরোটাই ছিল ঘটনাবহুল। সহজ কথায় বছরটি স্মার্টফোনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বছর। যেখানে অ্যাপল ও স্যামসাংয়ের ফোন প্রতিষ্ঠান দুটির নিজস্ব ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ও ‘গ্যালাক্সি এআই’ ব্যবহার শুরু হয়েছে।

এছাড়া টেক জায়ান্টগুলো চেষ্টা করছে তাদের গ্যাজেটে যতটা সম্ভব এআই প্রযুক্তি সন্নিবেশ করার। ২০২৫ সালে দেখা যাবে, গত বছরের হালনাগাদ গ্যাজেটসহ নতুন প্রযুক্তির। আগামী বছর বাজারে আসতে পারে এমন কয়েকটি গ্যাজেট নিয়ে আজকের আয়োজন।

নিনতেনদো সুইচ টু : ২০২৫ সালে নিনতেনদো সুইচ টু উন্মোচন করা হতে পারে। ঠিক কবে উন্মুক্ত করা হবে তা নিশ্চিত না হলেও নিনতেনদো নিশ্চিত করেছে, ২০২৫ সালের মার্চের মধ্যেই তারিখ ঘোষণা করা হবে। আগের মডেলটি ২০২১ সালের অক্টোবরে বাজারে এসেছিল। সেটিতে ব্যবহার করা হয়েছিল ৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে। ধারণা করা হচ্ছে, এবার ডিসপ্লে হবে ৮ ইঞ্চির। এবারও হাইব্রিড কনসেপ্টেই আসতে পারে সুইচ। অর্থাৎ কনসোল ও পোর্টেবল ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে। তবে জয়স্টিকগুলো ম্যাগনেটিক হতে পারে।

স্যামসাং এআর গ্লাস : অ্যাপল ও স্যামসাংসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়ালিটি (এআর) ডিভাইস নিয়ে কাজ করছে। স্যামসাং ২০২৫ সালে বাজারে এআর গ্লাস আনতে পারে বলে আশা করা হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই স্যামসাং এআর গ্লাসের বিষয়ে ইঙ্গিত দিয়ে আসছে। বিশ্লেষকদের ধারণা, স্যামসাং চেষ্টা করছে বড় আকারের ডিভাইস তৈরি না করে শরীর ও ফ্যাশনের সঙ্গে মানানসই কিছু নিয়ে আসার। এআর অভিজ্ঞতাকে ভিন্নমাত্রায় নিয়ে গিয়ে অন্যান্য গ্যাজেটের পাশাপাশি স্বতন্ত্র কাজ করানোর অপেক্ষায় স্যামসাং।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ : স্যামসাংয়ের ফ্লাগশিপ ফোন নিয়ে প্রযুক্তি দুনিয়ায় বরাবরই বেশ আগ্রহ থাকে। টেক জায়ান্টটির এস সিরিজ দুর্দান্ত ডিসপ্লে, ক্যামেরা ও পারফরম্যান্সের জন্য প্রশংসিত। ২০২৫ সালে গ্যালাক্সি এস২৫ বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এতে নিরবচ্ছিন্ন সফটওয়্যার আপডেট থাকবে। ফোনটিতে ব্যবহার করা হবে উন্নত স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপসেট। এআই প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে উন্নত বিক্সবি এআই।

অ্যাপল ম্যাকবুক প্রো : অ্যাপল প্রতিটি পণ্য প্রতিবছর হালনাগাদ নিয়ে আসার চেষ্টা করে। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে ম্যাকবুক প্রো (এমফোর)। আগামী বছর আসতে পারে ম্যাকবুক প্রো (এমফাইভ)। তবে খুব বেশি ডিজাইনে পরিবর্তন নাও আসতে পারে। পরিবর্তন শুধু প্রসেসরে হতে পারে। পাশাপাশি থাকবে উন্নত ব্যাটারি ব্যাকআপ ও অন্যান্য ফিচার।

এক্সবক্স অ্যাডাপ্টিভ জয়স্টিক : শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য গ্যাজেট ব্যবহার উপযোগী করতে কয়েক বছর ধরে কাজ করছে টেক জায়ান্ট মাইক্রোসফট। এক্সবক্স অ্যাডাপ্টিভ কন্ট্রোলারের মধ্য দিয়ে শুরু করে প্রতিষ্ঠানটি, যা আলাদা ব্যবহারকারীর জন্য কাস্টমাইজ করে নেওয়া যায়। সম্প্রতি একই ধরনের জয়স্টিকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে মাইক্রোসফট। এক্সবক্স কনসোল বা পিসির সঙ্গে সংযুক্ত হয়ে অন্যান্য কন্ট্রোলারের সঙ্গে কাজ করবে এটি। ব্যবহারকারীর সুবিধা অনুযায়ী এর বাটনগুলো থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে বানিয়ে নেওয়া যাবে এবং প্রয়োজনমতো বাটনগুলোর কাজ নির্ধারণ করা যাবে।