আইফোনে স্পাইওয়্যারের থাকার সম্ভবনার কথা জানিয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে টেক জায়ান্ট অ্যাপল। বিশ্বের ৯২টি দেশের ব্যবহারকারীর কাছে পাঠানো বার্তায় অ্যাপল জানিয়েছে,তাদের তৈরি আইফোনে ইসরায়েলের তৈরি প্যাগাসাস ম্যালওয়্যারের মতো কোন হ্যাকিং সফটওয়্যারে থাকতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, অ্যাপল নজরদারি সফটওয়্যারের নিয়ে সতর্কতা জানালেও নির্দিষ্ট কোন সফটওয়্যারের বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করেনি।
অ্যাপল সতর্কবার্তায় বলেছে, তাদের আইফোনে স্পাইওয়্যার দ্বারা হামলার প্রমাণ পাওয়া গেছে। এতে হ্যাকাররা দূর বসেও অ্যাপলআইডির মাধ্যমে আইফোনের নিয়ন্ত্রণ করতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ব্যবহারকারীর পরিচয় এবং কর্মক্ষেত্র বিবেচনা করে সাইবার হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি হামলার বিষয়ে সতর্কতা জারি করলেও হামলার বিষয়ে আর কোন তথ্য প্রকাশ করেনি।