অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল পাকিস্তান। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে কানাডাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ফলে সুপার এইটের আশাও বাঁচালেন বাবর আজমরা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার গ্রুপ ‘এ’র ম্যাচে প্রথমে ব্যাট করা কানাডা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৬ রান করে। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত হাফসেঞ্চুরিতে জয় নিশ্চিত করেন পাকিস্তান এই ব্যাটার ৫৩ বলে ২টি চার ও একটি চারে সমান ৫৩ রান করেন। এছাড়া অধিনায়ক বাবর ৩৩ বলে ৩৩ রান করে আউট হন।
ডিলন হেইলিগার কানাডার বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের তোপে একের পর এক উইকেট হারাতে থাকে কানাডা। ওপেনার অ্যারন জনসন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। এই ব্যাটার ৪৪ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫২ রান করে নাসিম শাহর বলে বোল্ড হন।
পাকিস্তান বোলার মোহাম্মদ আমির ৪ ওভারে ১৩ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। হারিস রউফও ২টি উইকেট পান।
পাকিস্তান এর আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে যায়। বর্তমানে এই গ্রুপে তারা ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট অর্জন করে তৃতীয়স্থানে রয়েছে। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় যুক্তরাষ্ট্র। কানাডার ৩ ম্যাচে ২ পয়েন্ট। আর ২ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে আয়ারল্যান্ড।