আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে টেক্সাসে পৌঁছেছে শান্ত-সাকিবরা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রে পৌঁছে সকলে টিম বাসে করে হোটেলে যায়।
বুধবার (১৫ মে) বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে বাংলাদেশ ছাড়ে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ শুরু হবে ১ জুন। তার আগে যুক্তরাষ্ট্র সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান আগামী ৭ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু হবে। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।