মিস ইউনিভার্স জিতে ইতিহাসের পাতায় ভিক্টোরিয়া

Media

ইতিহাস গড়লেন ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ। এবারে মিস ইউনিভার্স আয়োজনে বিজয়ী হয়েছেন এই ডেনমার্কের তরুণী। ফলে দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রতিযোগী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরলেন।

৭২তম আসরে বিজয়ী ২১ বছর বয়সী ভিক্টোরিয়া নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং ভবিষ্যৎ আইনজীবী। মেক্সিকো সিটিতে শনিবার রাতে অনুষ্ঠিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করেন ডেনমার্কের এই প্রতিযোগী।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার চিদিম্মা আদেতশিনা আর দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।