আর মাত্র কয়েকদিন পরই টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট আসর শুরু হবে। এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের যৌথ আয়োজক। এই আসরে ফেভারিট দল কে তা জানিয়ে রাখলেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপজয়ী তারকা ইয়ন মরগান।
সাবেক বাঁহাতি তারকা মনে করেন, এবারের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড ভারতের। ১১ বছর ধরে বৈশ্বিক আসরে সফলতা না পেলেও ভারতের ফেবারিট হওয়ার অন্যতম কারণ তাদের শক্তিশালী স্কোয়াড।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন দেশটিকে নিয়ে মরগান বলেন, ‘ইনজুরি সমস্যা থাকার পরেও নিঃসন্দেহে এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ভারত। কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে তারা এবার অপ্রতিরোধ্য। তারা নিজেদের সামর্থ্য অনুয়ায়ী খেলতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব।’
এদিকে এবারের বিশ্বকাপে ভারত আছে ‘এ’ গ্রুপে। ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ৯ তারিখ আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা।