মেসির জোড়া গোলে শিরোপা জিতল ইন্টার মায়ামি

Media

লিওনেল মেসির জোড়া গোলে কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছে ইন্টার মায়ামি। মেসি পাঁচ মিনিটের মধ্যে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন। আরেকটি গোল করেছেন লুই সুয়ারেস। তবে শেষ দিকে পেনাল্টি বাঁচিয়ে মায়ামিকে রক্ষা করেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার।

৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করে মায়ামি। ২০২০ সালে মেজ লিগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে মায়মির এটি প্রথম ট্রফি। যেখানে মেসি নিজের ক্যারিয়ারে ৪৬তম ট্রফির স্বাদ পেলেন।

বৃহস্পতিার উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ৪৫তম মিনিটে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে আলতো টোকায় বল জালে পাঠান মেসি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফ্রি কিকে পাশ দিয়ে নিখুঁত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন আর্জেন্টিনা তারকা।

কলম্বাস দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে দেয়। তবে সুয়ারেস হেড করে গোল মায়ামির তৃতীয় গোলটি করেন। ৬১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান আবার কমায় তারা। তবে ৬৩তম মিনিটে ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ায় বড় ধাক্কা খেতে হয় তাদের। তারপরও ৮৪তম মিনিটে পেনাল্টি পায় তারা। কিন্তু মায়ামি গোলকিপার ক্যালেন্ডার ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন শট।