বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ যুক্তরাষ্ট্রের দাপুটে জয়

news-banner

কানাডাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে যুক্তরাষ্ট্র শুভসূচনা করেছে। দলকে জেতানো অ্যারন জোন্স ৯৪ রানের অপরাজিত দারুণ ইনিংস খেলেছেন।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে খেলতে নামে যুক্তরাষ্ট্র ও কানাডা। প্রথমে ব্যাট করা কানাডা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ পায়। জবাবে ৩ উইকেট হারিয়ে ও ১৪ বল বাকি থাকতে ১৯৭ রান তুলে জয় পায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারায়। কলিম সানা ফেরান স্টেভেন টেইলরকে। মোনাঙ্ক প্যাটেলও নিজের ইনিংস বড় করতে পারেননি। ১৬ রানে বিদায় নেন এই অধিনায়ক।

কিন্তু আন্ড্রিয়াস গাউস ও অ্যারন জোন্স তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৫৮ বলে ১৩১ রানের পার্টনারশিপ গড়ে কানাডাকে ম্যাচ থেকে ছিটকে দেন। গাউস নিখিল দত্তের বলে ৬৫ রানে আউট হন। তিনি ৪৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান। কিন্তু বিধ্বংসী সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন। তিনি ৪০ বলে ৪টি চার ও ১০টি ছক্কায় ৯৪ রানে অপরাজিত থাকেন।

কলিম, ডিলন ও দত্ত কানাডা বোলারদের মধ্যে একটি করে উইকেট পান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কানাডার শুরুটা ভালো হয়। ৫.২ ওভারে ৪৩ রান তোলে দুই ওপেনার অ্যারন জনসন ও নবনীত ধালিওয়াল। হারমিত সিংয়ের বলে জনসন ২৩ রানে ফিরলেও ঝড়ো ব্যাটে ফিফটি তুলে নেন ধালিওয়াল। কোরে অ্যান্ডারসনের বলে আউট হওয়ার আগে এই ব্যাটার ৪৪ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬১ রান করেন।

এরপর দলের হাল ধরেন নিকোলাস কিরটন। ইনিংসের শেষ দিকে আউট হওয়া এই ব্যাটার ৩১ বলে ৫১ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান। শেষ দিকে শ্রেয়াস মোভভা ১৬ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন।

যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে একটি করে উইকেট পান আলী খান, হারমিত সিং ও কোরে অ্যান্ডারসন।