শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য আরও বড় প্রতিপক্ষ অপেক্ষা করছে টাইগারদের সামনে। দক্ষিণ আফ্রিকা পরীক্ষা এবার শান্ত-সাকিবদের।
গ্রুপ ডি’র ম্যাচে আজ সোমবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া দল নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে একাদশ নিয়ে মাঠে নামতে পারে। তবে ইনজুরি থেকে হয়তো সেরে উঠছেন শরিফুল ইসলাম। তিনি খেললে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তানজিম হাসান সাকিব।