যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

news-banner

 

আর অঘটন ঘটাতে পারল না যুক্তরাষ্ট্র। কানাডা-পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত বিশ্বকাপ শুরু করা দলটি অবশেষে ভারতের কাছে হার মানল। যেখানে যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এ ম্যাচ জিতে আসরটির সুপার এইট নিশ্চিত করেছে রোহিত শর্মার দল।

বিশ্বকাপের ২৫তম ম্যাচে গ্রুপ ‘এ’ থেকে মুখোমুখি হয় দুদল। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভার মেসে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ও ১০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত

১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৫ রানের মাঝে দুই তারকা ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে হারায় তারা। এই দুই ব্যাটারকেই ফেরান সৌরভ নেত্রাভালকার। এরপর আলী খানের বলে ঋশভ পন্থ ১৮ রান করে বোল্ড হন।

তবে এরপর আর কোনো অঘটন হতে দেননি সূযকুমার যাদব ও শিভম ডুবে। তারা চতুর্থ উইকেট জুটিতে ৬৫ বলে ৬৭ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করেন। যাদব ৪৯ বলে ২টি চার ও সমান ছক্কায় ৫০ করেন। আর ডুবে ৩৫ বলে ৩১ রানে করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপে পড়ে যুক্তরাষ্ট্র। বিশেষ করে পেসার আর্শদীপের আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হয় দলটি ব্যাটাররা। সর্বোচ্চ ২৩ বলে ২৭ রান করেন নিতীশ কুমার। এছাড়া স্টেভেন টেইলর ২৪ রান করেন।

বাঁহাতি আর্শদীপ ৪ ওভারে মাত্র ৯ রানের বিনিমযে ৪টি উইকেট পান। হার্দিক পান্ডিয়া ২টি উইকেট দখল করেন।

এই গ্রুপে ৩ ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্রের এখন সুপার এইটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।