দ্বিতীয় ম্যাচে উইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

Media

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

বুধবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

উইন্ডিজের বিপক্ষে ৬ বছর পর আবারও টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। সবশেষ ২০১৮ সালে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল দলটি।