ভারতের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

Media

ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই হারে সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশও হলেন নাজমুল হোসেন শান্তরা।

মঙ্গলবার কানপুরের গ্রিন পার্কে বৃষ্টির কারণে আড়াই দিনে নেমে আসা টেস্টে ৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। সর্বোচ্চ ৪৫ বলে ৫১ রান করেন যশস্বী জয়সোয়াল।

এর আগে সাদমান ইসলামের ফিফটি ছাড়া বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং লাইনআপে আর কেউই বলা মতোর স্কোর করতে পারেননি। বাংলাদেশ ৪৭ ওভার শেষে মাত্র ১৪৬ রানে অলআউট হয়েছে। এছাড়া মুশফিকুর রহিম ৩৭ করেন। শান্তর ব্যাট থেকে আসে ১৯ রান।

ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান জসপ্রিত বুমরাহ, অশ্বিন ও জাদেজা।

এর আগে বৃষ্টি বিঘ্নিত কানপুরে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়। জবাবে ভারত ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টেস্টর দ্বিতীয়  ও তৃতীয় দিন কোনো খেলা হয়নি।

চেন্নাই টেস্টে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ।