ভারতের কাছে হেরে শিরোপা খোয়াল বাংলাদেশ

Media

ভারতের কাছে ফাইনালে ২-০ গোলে হেরে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা খোয়াল বাংলাদেশ। আজ সোমবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে হার দেখে লাল-সবুজের দল।
ম্যাচের ৫৭তম মিনিটে এগিয়ে যায় ভারত। অধিনায়ক মাতের কর্নারে হেডে নাহিদের প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ কাইফ। অন্তিম সময়ে আবারও গোল হজম করে বাংলাদেশ। বক্সের ওপরে জায়গা করে নিয়ে দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। নিশ্চিত হয়ে যায় ভারতের মুকুট ধরে রাখা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও ১৬ ক্যাটাগরিতে একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল। তবে অনূর্ধ্ব-১৭ তে এই প্রথম রানার্সআপ হলো তারা।
অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে ২০২২ সালে হওয়া প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।