ভারতের বিপক্ষে ৬০ রানের বড় পরাজয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ ছিল টাইগারদের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমটি বৈরী আবহাওয়ার কারণে বাতিল হয়েছিল। আর আজ দ্বিতীয়টিতে নাস্তানাবুদ হলো নাজমুল হোসেন শান্তর দল।
আজ নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। যেখানে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানে বড় সংগ্রহ পায়। জবাবে ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থামে বাংলাদেশ।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় জঘন্য হয়। দলীয় মাত্র ১০ রানেই টপঅর্ডারের ৩ উইকেট হারিয়ে বসে তারা। ব্যর্থতার চাদরে থাকা তিন ব্যাটার সৌম্য সরকার, লিটন দাস ও শান্ত এদিনও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সৌম্য ও শান্ত ডাক মারেন।
আরেক ওপেনার তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় ইনিংস মেরামতের চেষ্টা করলেও তা বড় করতে পারেননি। তানজিদ ১৭ ও হৃদয় ১৩ রানে ফেরেন। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ জুটি গড়ে দলকে পথ দেখানোর চেষ্টা করেন। তবে তাদের ইনিংস কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। সাকিব ২৮ রান করেন। তবে একমাত্র ইতিবাচক ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। তিনি ২৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪০ রান করে স্বেচ্ছায় আউট হন।
ভারতীয় বোলার আর্শদীপ সিং ও শিভম দুবে ২টি করে উইকেট পান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের শুরুতে আঘাত করেন শরিফুল ইসলাম। ব্যক্তিগত ১ রানে থাকা সঞ্জু স্যামসনকে এলবি করে ফেরান এই বাঁহাতি। এরপর ঋশভ পন্থকে নিয়ে অধিনায়ক রোহিত শর্মা সংগ্রহ বাড়ালেও ছন্দপতন ঘটান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ১৯ বলে ২৩ রান করা রোহিতকে রিশাদ হোসেনের ক্যাচে মাঠ ছাড়া করান।
ঋশভ অবশ্য ঝড়ো ব্যাট করে ফিফটি তুলে নেন। তিনি ৩২ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫৩ রান করে স্বেচ্ছায় আউট হয়ে মাঠ ছাড়েন। শেষ দিকে সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ঝড়ে বড় সংগ্রহই পায় ভারত। সূর্য ১৮ বলে ৩১ করে তানভীর ইসলামের বলে আউট হন। আর আইপিএলে সমালোচনায় থাকা হার্দিক ২৩ বলে ২টি চার ও ৪টি ছক্কায় ৪০ করে অপরাজিত থাকেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে একটি করে উইকেট দখল করেন মেহেদী হাসান, শরিফুল, মাহমুদউল্লাহ ও তানভীর।