সাকিব-মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে জিতল বাংলাদেশ

news-banner

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে সফরকারীদের ৫ রানের ব্যবধানে হারায় টাইগাররা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

জিম্বাবুয়ে প্রথমে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। উদ্বোধনী জুটিতে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ১০১ রান করে বড় স্কোরের সম্ভাবনা জাগান।

তানজিদ ৩৭ বলে ৫২ রান করেন এবং সৌম্য সরকার ৩৪ বল ৪১ রান করেন। দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, অধিনায়ক শান্ত, সাকিব, জাকের আলি, রিশাদ ও তাসকিনরা আসা যাওয়ার মধ্যে ছিলেন। ফলে ১৯.৫ ওভারে ১৪৩ রানে থামে বাংলাদেশের  ইনিংস।

জবাবে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে দল। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ৫ রানের শ্বাসরুদ্ধকর জয়ে পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সাকিব ৪টি, মুস্তাফিজ ৩টি ও তাসকিন ২টি ও রিশাদ ১টি করে উইকেট নেন। এতে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। 

আগামী ১২ মে সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।