রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৮ রানের কম ব্যবধানে হারলেও প্লে-অফ নিশ্চিত হয়ে যেত চেন্নাই সুপার কিংসের। তবে আইপিএলে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৭ রানে হেরে যায় মহেন্দ্র সিং ধোনির দল। এই হারে রানরেটের ব্যবধানে পিছিয়ে আসর থেকেই ছিটকে গেল চেন্নাই। তাদের টপকে বেঙ্গালুরু প্লে-অফ নিশ্চিত করেছে।
চেন্নাই অবশ্য এবারের আইপিএল আসরের শুরু থেকে চোটসমস্যায় ভুগছিল। ডেভন কনওয়ে ইনজুরির কারণে খেলতে পারেননি। শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানারও শুরু থেকে খেলা হয়নি। মোস্তাফিজুর রহমান দুর্দান্ত শুরু করলেও আইপিএলের মাঝপথে দেশে ফিরতে হয়েছে তাকে। এরপর চোটের কারণে দেশে ফিরে যান পাথিরানাও। সব মিলিয়ে চলমান আইপিএলে চেন্নাই বেশ ঝামেলার মধ্যেই ছিল।
দেশে ফিরে আসার আগে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। যেখানে শীর্ষ উইকেট শিকারী হিসেবে পার্পল ক্যাপও তিনি জিতেছিলেন।
গতকাল বেঙ্গালুরুর বিপক্ষে হেরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় মোস্তাফিজকে মিস করেছেন বলে জানান। তিনি বলেন, ‘ভালো উইকেট ছিল। বিশেষ করে স্পিনারদের জন্য। টার্গেট দেখে খুশি হয়েছিলাম। আমাদের ইনজুরি সমস্যা ছিল বেশি। ডেভন কনওয়ে খেলতে পারছেন না। মাথিশা পাতিরানাও ইনজুরির কারণে চলে যান। একই সঙ্গে ফিজকেও (মুস্তাফিজ) অনেক বেশি মিস করেছি এই ম্যাচে। আপনি যখন ইনজুরি সমস্যায় থাকবেন, তখন একটি ব্যালান্স দল তৈরি করা কঠিন হয়ে যায়।’
এই জয়ে ১৪ ম্যাচ শেষে পয়েন্ট ১৪ বেঙ্গালুরুর। রানরেট ০.৪৫৯। আর সমান পয়েন্ট হলেও চেন্নাইয়ের রান রেট ০.৩৯২। আগামী ২২মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোহলিরা পয়েন্ট টেবিলের তিন নম্বর দলের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলবে।