টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু দলের সঙ্গে এখনও সেখানে পৌঁছাননি বিরাট কোহলি। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আগামী ১ জুন প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়ে আশঙ্কা জেগেছে।
যুক্তরাষ্ট্রে কোহলি কবে পৌঁছাবেন, এ ব্যাপারেও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো খবর জানায়নি।
ভারতীয় খেলোয়াড়েরা এর আগে যুক্তরাষ্ট্রে ধাপে ধাপে গেছেন। হার্দিক পান্ডিয়া ব্যতিক্রম ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে গেছেন একটা বিরতি নিয়ে। যেখানে ভারত অনুশীলনের ক্ষেত্রেও এগোচ্ছে ধাপে ধাপে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে পেসার জসপ্রিত বুমরাহ বলেছেন, ‘আমরা এখনো ক্রিকেট খেলিনি। আজ শুধু দলের কার্যক্রমে অংশ নিয়েছি। আশা করি, ভালো হবে। আবহাওয়া ভালো। মুখিয়ে আছি।’
বিশ্বকাপে ভারত গ্রুপ এ-তে রয়েছে। যেখানে পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে খেলবে তারা। ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে তাদের। ৯ জুন তাদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ১২ জুন যুক্তরাষ্ট্র এবং ১৫ জুন কানাডার বিপক্ষে খেলবেন রোহিতরা। সব কটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ভারতের প্রথম তিনটি ম্যাচ নিউইয়র্কে, ফ্লোরিডায় সর্বশেষ ম্যাচটি।