বিপিএলের ম্যাচে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে এ নিয়ে ৯ ম্যাচ খেলে মাত্র দ্বিতীয় জয় তুলে নিল দলটি।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ঢাকা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানে থামে সিলেট।
=লিটন ৪৮ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৭০ রান করেন। আর পেরেরা শেষদিকে ব্যাট করে ১৭ বলে ৩৭ রান করেন। তিনি ৩টি চার ও সমান ছক্কা হাঁকান। এই শ্রীলংকান ম্যাচ সেরাও হন।