টাইগার ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু

news-banner

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দি‌নের সফ‌রে মঙ্গলবার দুপুরে ঢাকায় এসেছেন। আজ বুধবার (১৫ মে) সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও তার সঙ্গে থাকবেন।

বাংলাদেশ দল আজ রাত ১টা ৪০ মিনিটে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে। তার আগে বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু ও পিটার হাস। লু টাইগার ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য শুভকামনা জানাবেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ও তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়।

শ্রীলংকার বিপক্ষে আগামী ৭ জুন ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে।

এর আগে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে। রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে। সব কটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায়।