আর মাত্র দুদিন পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এবারই প্রথমবার ২০ দল বিশ্বকাপে খেলবে। ধারণা করা হচ্ছে প্রতিযোগিতায় অনেক নতুন রেকর্ড গড়া হবে। বিশেষ করে পুরনো ৪টি রেকর্ড ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল।
নিচে পাঠকদের জন্য দেখে নেই কোন ৪টি রেকর্ড ভেঙে যেতে পারে।
ব্যক্তিগত সবচেয়ে বেশি চার
বর্তমানে এই রেকর্ডটি রয়েছে শ্রীলংকার সাবেক ক্রিকেটার মাহেলা জয়বর্ধনের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১১টি চার মেরেছেন। তবে সামান্য পেছনেই রয়েছেন বিরাট কোহলি। তিনি ১০৩টি চার মেরেছেন। আর মাত্র ৯টি চার মারলেই জয়বর্ধনেকে টপকে যাবেন কোহলি। তার পেছনে রয়েছেন রোহিত শর্মা (৯১) এবং ডেভিড ওয়ার্নার (৮৬)।
একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান
এবার প্রতিটি দলকেই আগের থেকে বেশি ম্যাচ খেলতে হবে। দলের সংখ্যাও বেড়ে ১৬ থেকে হয়েছে ২০টি। তাই একজন ব্যাটারের কাছে সুযোগ থাকবে বেশি ইনিংস খেলার। ফলে একটি বিশ্বকাপে সর্বাধিক রানের নজির দেখা যেতে পারে এ বার। এখনও পর্যন্ত ২০১৪ বিশ্বকাপে কোহলির করা ৩১৯ রান সবার উপরে রয়েছে।
দলীয় রেকর্ডের হাতছানি অস্ট্রেলিয়ার
আইসিসির সব প্রতিযোগিতা আজ পর্যন্ত কোনও দল একসঙ্গে জিততে পারেনি। অস্ট্রেলিয়ার সামনে সেই নজির রয়েছে। তারা গত বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপ জিতেছে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতলে নতুন নজির তৈরি করবে তারা।
সবচেয়ে বেশি ক্যাচ
এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডও ভেঙে যেতে পারে। ২৩টি ক্যাচ নিয়ে এবি ডিভিলিয়ার্স সবার ওপরে রয়েছেন। ১৯টি ক্যাচ রয়েছে মার্টিন গাপটিলের। দুজনেই এখন সাবেক। এরপরে রয়েছেন ডেভিড ওয়ার্নার (২১), রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল (১৬টি করে)। ফলে এই নজির এ বার ভেঙে যেতে পারে।