বিজয় দিবসে দারুণ এক জয় উপহার পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে টাইগাররা। এ জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
ম্যাচে বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে মেহেদী হাসানের ঘূর্ণিতে বেশ চাপে পড়ে ক্যারিবীয়রা। তবে একপাশ আগলে রেখে দলকে জয়ের খুবই কাছে নিয়ে গিয়েছিলেন রোভম্যান পাওয়েল। কিন্তু শেষ তিন ওভারে বাংলাদেশের তিন পেসারের দাপটে জয়ের দেখা পায় টাইগাররা।
সোমবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে খেলতে নামে দুদল। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় উইন্ডিজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান করে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।