উগান্ডার ইতিহাস, অস্ট্রেলিয়ার জয়ে শুরু

news-banner

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল উগান্ডা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাজে হার দিয়ে শুরু করে। তবে দ্বিতীয় ম্যাচেই ইতিহাস সৃষ্টি করল। পাপুয়া নিউগিনিকে ৩ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি। একই দিন মার্কাস স্টোইনিসের অলরাউন্ড নৈপুণ্যে ওমানকে ৩৯ রানে হারিয়ে জয়ে শুরু করেছে অস্ট্রেলিয়া।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা পাপুয়া নিউগিনিকে মাত্র ৭৭ রানে অলআউট করে দেয় উগান্ডা। দলটির হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন হিরি হিরি। উগান্ডার বোলারদের মধ্যে আলপেশ রামজানি, কোসমাস কেউতা, জুমা মিয়াগি ও ফ্রাঙ্ক এনসুবুগা ২টি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে রিয়াজাত আলী শাহর ৫৬ বলে ৩৩ রানের দৃঢ় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ও ১০ বল বাকি থাকতে জয় তুলে নেয় উগান্ডা। এছাড়া মিয়াগি ১৩ রান করেন।

এদিকে বি গ্রুপের অন্য ম্যাচে ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া স্টোইনিসের শেষের ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। স্টোইনিস ৩৬ বলে ২টি চার ও ৬টি ছক্কায় ৬৭ রানে অপরাজিত থাকেন। ৫১ বলে ৫৬ রান করেন ডেভিড ওয়ার্নার। ওমান বোলার মেহরান খান ২টি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৫ রানে শেষ হয় ওমানের ইনিংস। আয়ান খান ৩০ বলে সর্বোচ্চ ৩৬  রান করেন। মেহরানের ব্যাট থেকে ২৭ রান আসে। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্টোইনিস।