ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা।
মেহেদী হাসান মিরাজের ব্যাটে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে বাংলাদেশ। পরে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ১০৬ রানে লক্ষ্য ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইডেন মার্করাম ব্যক্তিগত ২০ রানে আউট হন। এরপর জর্জি (৪১) ও ডেভিড বেডিংহ্যামকেও (১২) ফেরান তাইজুল। কিন্তু আর কোনো বিপদ হতে দেননি ট্রিস্টান স্টাবস। ৩৭ বলে ৩০ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ৩টি উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে এই স্পিনার ৫ উইকেট দখল করেন।
গতকাল দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রানে দিন শেষ করে বাংলাদেশ। মিরাজ ৮৭ ও নাঈম হাসান ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। আজ মাঠে নেমে অবশ্য ৪.৫ ওভার পর্যন্ত টিকতে পারে বাংলাদেশ। মিরাজ সেঞ্চুরির খুব কাছে গিয়ে রাবাদার বলে আউট হন। ১৯১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৯৭ করে স্লিপে ক্যাচ দেন তিনি।
এর আগে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩০৮ রান করেছিল দ. আফ্রিকা।