টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। এই জয়ে আসরটি সুপার এইটের পথে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
আজ নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ১৯ ওভারে মাত্র ১১৯ রানে অলআউট করেন পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে পাকিস্তান।
১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ইতিবাচক শুরু পায়। তবে ১০ বলে ১৩ রান করে জসপ্রিত বুমরাহ বলে আউট হন বাবর আজম। এরপর উসমান খানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান। তবে উসমানও ১৩ রান করে আউট। অক্ষর প্যাটেল তাকে তুলে নেন। ঝড়ো শুরু করা ফখর ৮ বলে ১৩ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার পন।
তবে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়ার পরই পাকিস্তানের শঙ্কা জাগে। ধীর ব্যাট করা এই ব্যাটার ৪৪ বলে ৩১ করে বুমরাহর বলে বোল্ড হন। এরপর ভারতীয় বোলারদের পুরোপুরি নিয়ন্ত্রণে ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ ও শাদাব নিজেদের মেলে ধরতে না পারায় হারতে হয় পাকিস্তানকে।
ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান বুমরাহ। পান্ডিয়া পান ২ উইকেট।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই স্বস্তিতে ছিলেন না। পাকিস্তানের ভয়ংকর পেস অ্যাটাকে নাস্তানাবুদ হন রোহিত-কোহলিরা। দারুণ ফর্মে থাকা বিরাট কোহলি ব্যক্তিগত ৪ রানে নাসিম শাহর শিকার হন। এরপর আরেক ওপেনার ও অধিনায়ক রোহিত শর্মাকে ১৩ রানে ফেরান শাহিন শাহ আফ্রিদি।
মাঝে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ঋশভ পন্থ ও অক্ষর প্যাটেল। তবে ১৮ বলে ২০ রান করা অক্ষর নাসিমের বলে বোল্ড হলে জুটি ভাঙে। এরপর সূযকুমার যাদব, শিভম ডুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজারা আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। দারুণ বোলিং করা মোহাম্মদ আমির এক ওভারে পর পর দুই বলে পন্থ ও জাদেজাকে আউট করেন। পন্থ ৩১ বলে ৬টি চারে দলীয় সর্বোচ্চ ৪২ রান করেন।
পাকিস্তানি বোল বোলারদের মধ্যে নাসিম ও হারিস রউফ অসাধারণ বল করে ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া আমির ২টি ও আফ্রিদি একটি উইকেটের দেখা পান।