বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীকে হারাল বরিশাল

Media

মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ঝড়ো ব্যাটিংয়ে প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীকে ৪ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
সোমবার মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। 
প্রথমে ব্যাট করা রাজশাহী ইয়াসির আলীর শতক ছোঁয়া ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ও ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল।