বাটলার-জর্ডান তাণ্ডবে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সবার আগে সেমিতে ইংল্যান্ড

news-banner

জস বাটলারের খুনে ব্যাটিং এবং আদিল রশিদ ও ক্রিস জর্ডানের বোলিং তোপে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাল ইংল্যান্ড। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল আজ নিশ্চিত করতে ১৮ ওভার ৪ বলের আগে জিততে হতো ইংল্যান্ডকে। তবে অত সময় নিলেন না ইংলিশ অধিনায়ক। ৩৮ বলে ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলে ৯ ওভার ৪ বলেই নিশ্চিত করলেন দলের জয়। আর এতেই সবার আগে শেষ চারে উঠে গেল দলটি।

ইংল্যান্ডের বোলাররা মার্কিনিদের ১১৫ রানে আটকে রেখে নিজেদের কাজটা আগেই সেরে রেখেছিলেন। ১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে একপাশে ফিল সল্ট ধীরগতিতে খেললেও বিস্ফোরক ব্যাটিং করেছেন বাটলার। যুক্তরাষ্ট্রের কোনো বোলারই তাকে আটকাতে পারেনি। এর মধ্যে হারমিত সিংয়ের এক ওভারেই ৫ ছক্কায় তুলে নিয়েছেন ৩২ রান। শেষ পর্যন্ত ৬টি চার ৭ ছক্কায় করেন ৮৩ রান। আরেক পাশে ২১ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন সল্ট।

বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালে টসে জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্তই নেন বাটলার। তবে যুক্তরাষ্ট্রের ফর্মে থাকা ওপেনার আন্ড্রিস গাউসকে শুরুতেই ফিরিয়ে দেন পেসার রিস টপলি। কিন্তু ওয়ান ডাউনে নেমে দারুণ ব্যাটিং করেন নীতিশ কুমার। ২৪ বলে ৩০ রান করেন তিনি। তবে রান পাননি আরেক ওপেনার স্টিভেন টেইলর ও অধিনায়ক অ্যারন জোন্স।

কোরি অ্যান্ডারসন পাঁচে নেমে দারুণ শুরু করলেও ২৮ বলে ২৯ রান করতে পারেননি। শেষদিকে যুক্তরাষ্ট্রের শতরান পার করেন হারমিত সিং। ১৭ বলে ২টি চার ও ১ ছক্কায় করেন ২১ রান। তারপরও নির্ধারিত ২০ ওভারের ৭ বল বাকি থাকতে ১১৫ রানে অলআউট হয় মার্কিনিরা।

যুক্তরাষ্ট্রের ব্যাটারা শেষের দিকে একদমই লড়াই করতে পারেননি। শূন্য রান ও ৬ বলের মধ্যেই ৫ উইকেট হারিয়েছে দলটি। ১৭ ওভার ৫ বলের সময় ১১৫-৫ রাসে থাকা দলটি একই রানে অলআউট হয়েছে ১৮ ওভার ৫ বলের মধ্যে। হ্যাটট্রিকসহ ১৯তম ওভারে ৪ উইকেট পেয়েছেন ক্রিস জর্ডান।

এর আগে শুরুতে মার্কিন ব্যাটারদের কোমড় ভেঙে দেন লেগ স্পিনার আদিল রশিদ। ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় তার শিকার ২ উইকেট। শেষের কাজটি করেন জর্দান। ২ ওভার ৫ বল করে মাত্র ১০ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট। শেষের ৪ ব্যাটারের মধ্যে তিনজনই ফিরেছেন তার বলে। স্যাম কারেনও ২টি উইকেট নিয়েছেন প়েছেন।