বিপিএল অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরিতে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। এ জয়ে আসরের ৪ ম্যাচের ৪টিতেই জিতে শীর্ষে রয়েছে রংপুর।
সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসরের নবম ম্যাচে খেলতে নামে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়।
প্রথমে ব্যাট করা সিলেট রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে। জবাবে ২ উইকেট হারিয়ে ও ৬ বল বাকি থাকতেই ২১০ করে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। হেলস ৫৬ বলে ১০টি চার ও ৭টি চক্কায় ১১৩ করেন।