বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে নাস্তানাবুদ টাইগাররা

news-banner

বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের স্বাদ পেল টাইগার বাহিনী। আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বড় অর্জন কেবল আয়ারল্যান্ডের সঙ্গে জয়। প্রথম দেখাতেই আন্তর্জাতিক ক্রিকেটে এরকম দলের কাছে নাস্তানাবুদ টাইগাররা।

মঙ্গলবার (২১ মে) প্রিইরে স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেটে বড় জয় পায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। টসে হেরে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরে রান তাড়া ৬ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা। 

১৫৪ রানের জয়ের লক্ষ্য উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা করে যুক্তরাষ্ট্র। স্টিভেন টেলর আর মোনাক প্যাটেল ১৯ বলে ২৭ রান তুলেন। তিনে নেমে আন্দ্রিয়েস গুস ১৮ বলে ২৩ রান তুলেন। 

এরপর অ্যারন জোন্স ১২ বলে ৪ রান) ও নিতিশ কুমার ১০ বলে ১০ রানে আউট হন। তবে দলের একপ্রান্ত আগলে রাখেন কোরি অ্যান্ডারসন। তিনি ২৫ বলে ৩৪ রান তুলে জয়ের বন্দরে নিয়ে যান। হারমিত ১৩ বলে ৩৩ রানের ঝড় তোলে ম্যাচ সেরা।

বল হাতে মোস্তাফিজ ৪ ওভারে ৪১ রান দিয়ে ২ উইকেট তুলতে সক্ষম হন। ১টি করে উইকেট তুলেন রিশাদ ও শরিফুল।