বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল টাইগার শিবির। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে গেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ রানে হেরেছে টাইগাররা। এই পরাজয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ খোয়ালেন শান্ত সাকিবরা।
আজ বৃহস্পতিবার হিউস্টনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যেখানে প্রথমে ব্যাট করা যুক্তরাষ্ট্র নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। শূন্য রানে এই বাঁহাতি ওপেনার ফেরেন। ১৯ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম।
দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩৬ রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান ৩০ ও তাওহীদ হৃদয় ২৫ রান করলেও বাকিদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয় বাংলাদেশকে।
যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান আলী খান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে যুক্তরাষ্ট্র। ওপেনিং জুটিতে ৬.৪ ওভারে ৪৪ রান তোলেন দুই ওপেনার স্টেভেন টেইলর ও মোনাংক প্যাটেল। অবশেষে এই জুটি ভেঙে যুক্তরাষ্ট্র শিবিরে একই ওভারের পর পর দুই বলে জোড়া আঘাত করেন রিশাদ হোসেন। টেইলরকে ৩১ রানে ফেরানোর পর আন্ডেয়াস গোউসকে শূন্য রানে আউট করেন এই লেগস্পিনার।
তবে অধিনায়ক প্যাটেল এরপর আরন জোনেসের সাথে ৬০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আভাস দেন। মোস্তাফিজুর রহমান এই জুটির জোনেসকে ৩৫ রানে মাঠ ছাড়া করান। প্যাটেল ও ভয়ংকর কোরে আন্ডারসনকে বিদায় করেন পেসার শরিফুল ইসলাম। প্যাটেল ৩৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। বাংলাদেশ বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান রিশাদ, মোস্তাফিজ ও শরিফুল।