বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ বরখাস্ত হয়েছেন। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভা শেষে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে শোকজ ও বরখাস্তের বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি নতুন কোচ হিসেবে ফিল সিমন্সের নাম ঘোষণা করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগাররা আগামী সপ্তাহেই ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ মাঠে নামবে। সদ্য ভারত সফর শেষে পরশু রাতে হাথুরুসিংহে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফিরেছিলেন। তার সঙ্গে চুক্তি ছিল দুই বছরের। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তবে এখনই শেষ হচ্ছে তার যাত্রা।
হাথুরুর বরখাস্ত ও নতুন কোচ প্রসঙ্গে ফারুক বলেছেন, ‘বরখাস্ত করার আগে আমরা তাঁকে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা চূড়ান্ত সিদ্ধান্তে যাব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’