অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৫৯ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের ইতিহাসে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো টাইগার যুবারা।
সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সবশেষ ২০২৩ আসরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারের ৫ বল বাকি থাকতে অলআউট হয়েছে ১৯৮ রানে। জবাবে ৩৫.২ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ভারতীয় যুবারা।