টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পুঁচকে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৫ উইকেটের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোস্টন চেজের অপরাজিত ব্যাটে জয় নিশ্চিত করে বিশ্বকাপের অন্যতম স্বাগতিকরা।
আজ রবিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে প্রথমে ব্যাট করা নিউগিনি নির্ধারিত ২০ ওভার শেষে উইকেট হারিয়ে ১৩৬ রান করে। তবে জবাবে ৫ উইকেট হারিয়ে ও জয় পেতে ১৯ ওভার খেলতে হয় ক্যারিবীয়দের।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোস্টন চেজের অপরাজিত ৪২ রানে জয় নিশ্চিত করে উইন্ডিজ। এই ব্যাটার ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান। এছাড়া ওপেনার ব্র্যান্ডন কিং ৩৪ ও নিকোলাস পুরান ২৭ রান করেন।
পাপুয়া নিউগিনির বোলারদের মধ্যে আসাদ ভালা সর্বোচ্চ ২টি উইকেট পান।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সেসে বাউর ফিফটিতে ভর করে মাঝারিমানের স্কোর গড়ে পাপুয়া নিউগিনি। সেসে ৪৩ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৫০ রানে আউট হন। ২৭ রান করে অপরজিত থাকেন কিপলিন দোরিগা।
উইন্ডিজ বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ ২টি করে উইকেট পান।