তামিম ইকবালের অনন্য ব্যাটিংয়ে বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল। ঢাকা এ নিয়ে এক ম্যাচ জয়ের পর ফের হারের দেখা পেল।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা ঢাকা ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৫ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। তামিম ৪৮ বলে ৬১ রান করেন।
বরিশাল ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে রয়েছে। ঢাকার অবস্থান তলানীতে।